গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: টাঙ্গাইলে ঘর পেল ১৭শ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এক হাজার সাতশ পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

এম এ রাজ্জাক, টাঙ্গাইলবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2021, 11:23 AM
Updated : 24 March 2021, 11:23 AM

বুধবার দুপুরে জেলার ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা এলাকায় প্রকল্প পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন একথা জানান।

গত জানুয়ারিতে ৬৬ হাজার ১৮৯ গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক মাহবুব হোসেন বলেন, মুজিববর্ষে ইতিমধ্যে প্রায় ৭০ হাজার ছিন্নমূল পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকলে দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।

এই সময় স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান ও জেলা প্রশাসক মো. আতাউল গনিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে তালিকা প্রণয়নের পর এখন বরাদ্দ কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের অন্তত ১৭শ ছিন্নমুল পরিবার নিজ ভুমির উপর আধাপাকা ঘরে বসবাস করার সুযোগ পেয়েছে।

তিনি জানান, এই পর্যন্ত এক হাজার সাতশ পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাস্তাঘাট, ভিজিএফ সুবিধা, বৃক্ষরোপন ও প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় নানা সুযোগ সুবিধা দেওয়া হবে এসব ছিন্নমূল পরিবারকে।  

নিজের জন্য ঘর আর জমি পেয়ে যেন আনন্দের সীমা নেই ছিন্নমূল হতদরিদ্র এসব পরিবারে।

ঘর পাওয়া প্রতিবন্ধী মর্তুজ আলী ও জোসনা বেগম বলেন, তারা পথে পথে ঘুরে বেড়াতেন; প্রধানমন্ত্রী তাদের ঘর দিয়েছেন।

ঘর পেয়ে মর্জিনা খাতুন বলেন, “প্রধানমন্ত্রী একটা ঘর দিছে; আমার দুই সন্তান নিয়া এহন ভালা আছি। আমি এহন খুব খুশি।”

একই দিন টাঙ্গাইল-৩ আসনের (ঘাটাইল) সংসদ সদস্য আতাউর রহমান খান তার উপজেলার কাশতলা এলাকায় প্রকল্প পরিদর্শন করেন।