নোয়াখালীতে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান

মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে জাতির পিতার প্রতি নিবেদিত একটি আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 04:18 PM
Updated : 23 March 2021, 04:18 PM

সোমবার বিকালে জেলা শহরের মুজিব চত্বরে এই অনুষ্ঠান আয়োজন করে মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটি।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

নোয়াখালী আবৃত্তি একাডেমির ‘মুজিব আমার স্বপ্ন সাহস’; শিশু বিভাগের ‘ডাকিছে তোমারে’; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন শব্দকুটির ‘মুজিব মানেই বাংলাদেশ’ এবং কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের ‘জনকের নাম শেখ মুজিবুর রহমান’ শিরোনামে দলীয় পরিবেশনাসহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীদের জাতির পিতার প্রতি নিবেদিত একক আবৃত্তি আগত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
সম্মিলিত সাংকৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা কালচারাল অফিসার এস.টি. কামরান হাসান, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু, নির্বাহী সদস্য কবি জুলফিকার হায়দার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী নাজমুল হাসান।