নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় সঙ্গীসহ এসআই রিমান্ডে

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গুলি-পিস্তল ও ফেনসিডিলসহ র‌্যাবের হাতে দুই সহযোগীসহ আটক পুলিশের উপ-পরিদর্শককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 02:54 PM
Updated : 23 March 2021, 02:54 PM

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত এ আদেশ দেয়।

রিমান্ডের আসামিরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান (৩০), তার সহযোগী সোহেল মিয়া (৩২) এবং রবিন হোসেন (৩০)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মাদক ও অস্ত্র আইনের পৃথক এ দুটি মামলায় পুলিশ তাদের তিনজনকে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে আসা এক সাদা মাইক্রোবাস থেকে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল এবং দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করে তারা।

আটকদের একজন পুলিশের উপ-পরিদর্শক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এ ঘটনায় ওই দিন রাতে র‌্যাব তাদেরকে সোনারগাঁ থানায় সোর্পদ করে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে।