ফরিদপুরে নিখোঁজ অটোচালকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2021 04:01 PM BdST Updated: 23 Mar 2021 04:01 PM BdST
ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজ এক অটোরিকশা চালকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, চরমাধবদিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বেড়িবাঁধের পাশ থেকে মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করেন তারা।
নিহত বাবুল হোসেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্লার ছেলে।
গত ২১ মার্চ তিনি নিখোঁজ হন বলে তার ভাই হেলাল হোসেন জানান।
হেলাল বলেন, রোববার সন্ধ্যায় বাবুল অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরে তারা পুলিশকে জানান। দুপুরে ফরিদপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে পরনের কাপড়ের অংশবিশেষ ও আকৃতি দেখে ভাইয়ের মরদেহ বলে শনাক্ত করেন তিনি।
পরিদর্শক শহিদুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন।
“বাবুলকে অন্য কোথাও হত্যা করার পর লাশের পরিচয় গোপন করতে আগুনে পোড়ানোর চেষ্টা করেছে খুনি।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনি ধরার চেষ্টা করছে বলে জানান পরিদর্শক শহিদুল।
-
শতবর্ষের সারিন্দা
-
একরাম হত্যা: ৪ বছরেও রায় কার্যকর না হওয়ায় পরিবারের শঙ্কা
-
শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
-
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা
-
ভদ্রা নদীর পানির রঙ বদলে দেওয়া 'চুকনগর গণহত্যা’
-
সুনামগঞ্জে বন্যায় ধসে গেল ৩ সেতু
-
ভাঙনের ঝুঁকিতে আলফাডাঙ্গার ‘স্বপ্ননগর’ আশ্রয়ণ
-
মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবেদের মন খারাপ থাকে: ওবায়দুল কাদের
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’