সোনারগাঁয়ে ফেনসিডিল-পিস্তলসহ এসআই আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ফেনসিডিল-পিস্তলসহ পুলিশের এক এসআই ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 08:30 AM
Updated : 23 March 2021, 08:30 AM

র‌্যাব ৩-এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ পাঠান (৩০), তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)।

র‌্যাব কর্মকর্তা ফারজানা সাংবাদিকদের বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়। একটি সাদা মাইক্রোবাসে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফ পাওয়া গেছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

“আটক কায়কোবাদ কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই। আর সোহেল ও রবিন তার সহযোগী।”

মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা  আটক তিনজনকে সোমবার রাতে থানায় হস্তান্তর করেছেন। তাছাড়া র‌্যাব অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। তাদের সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।