গাইবান্ধায় বরযাত্রীর নৌকা ডুবিতে এক নারীর মৃত্যু

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের নানী মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2021, 12:24 PM
Updated : 22 March 2021, 12:24 PM

রোববার রাত ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কড়াইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৫০) সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের সাখাওয়াত হোসেনের স্ত্রী এবং বর লিটন মিয়ার নানী।

এ ঘটনায় আহতদের মধ্যে স্বাধীন (৭) ও শিপন (৮) নামে দুই শিশুসহ তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, নৌকা ডুবিতে এক নারী মারা গেছেন। ২ শিশুসহ সাতজন বরযাত্রী আহত হয়েছে। তবে এখন আর কেউ নিখোঁজ নাই। 

কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম মিয়া জানান, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা গ্রাম থেকে বর লিটন মিয়াসহ ১৫ থেকে ২০ জন বরযাত্রী নিয়ে এক নৌকায় কনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর পাড়দিয়ারা গ্রামে যাচ্ছিল।

পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বড় নৌকা ধাক্কা দিয়ে বরযাত্রীর নৌকার উপরে উঠে যায়। এতে বরযাত্রীবাহী নৌকাটি ব্রহ্মপুত্র নদে ডুবে যায়।

ফাতেমা বেগম ছাড়া সব আরোহী সাঁতরে তীরে ওঠে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজন পাল বলেন, রাতে ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।