বাসদের তিস্তা অভিমুখে রোডমার্চ সমাপ্ত

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের তিস্তা অভিমুখে রোডমার্চ শেষ হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2021, 06:30 PM
Updated : 21 March 2021, 06:30 PM

রোববার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার জিরো পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।

গত শুক্রবার সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ শুরু হয়।

পথে বগুড়া, রংপুর, পাগলাপীর, জলঢাকা হয়ে রোববার বিকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে পৌঁছায় বলে আয়োজকরা জানান।

সেখান থেকে মিছিল নিয়ে সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার জিরো পয়েন্টে পৌঁছে সমাবেশে মিলিত হয়।

এ সময় বাসদের রংপুর বিভাগের সমন্বয়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য নিখিল দাস, জয়নাল আবেদীন মুকুল, নব কুমার কর্মকার, আলফাজ হোসেন যুবরাজ, রংপুর জেলা বাসদের সদস্য মাসুদ পারভেজ প্রমুখ।

বজলুর রশীদ ফিরোজ সমাবেশে বলেন, দেশের চতুর্থ বৃহৎ আন্তর্জাতিক নদী তিস্তা। আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত।

“ফলে এসব নদীর ভাটিতে পানি প্রবাহ কমে দেশ আজ মরুকরণের হুমকির মুখে।”

তিনি বলেন, এক সময় দেশে এক হাজার ২০০টি নদী ছিল। সরকারসমুহের ভ্রান্তনীতি ও দখল-দূষণের কারণে নদীর সংখ্যা এখন ২৩০-এ নেমে এসেছে। খরা মৌসুমে বেশিরভাগ নদীতেই পানি থাকে না।

এক সময়ের প্রমত্তা অনেক নদীই এখন খালে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।