ময়মনসিংহে রাইস মিলের জলন্ত ছাইয়ে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অটো রাইস মিলের ফেলে রাখা জলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2021, 07:17 AM
Updated : 21 March 2021, 07:21 AM

ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত নামের শিশুটির মৃত্যু হয়।

১১ বছর বয়সী আরাফাত উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আয়েন আলীর ছেলে।

আরাফাতের চাচা আসাদুজ্জামান বলেন, “আরাফাত ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে নানা আয়েন আলী মণ্ডলের বাড়িতে বেড়াতে যায়।গত ১৫ মার্চ আরাফাত ওই এলাকার শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে সরকার অটো রাইচ মিলের জলন্ত পড়ে দগ্ধ হয়। পরে আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকায় স্থানান্তর করেন।”

আসাদুজ্জামানের অভিযোগ, সরকার অটো রাইচ মিলের জলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোন কাজ হয়নি।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অটো রাইস মিলের ছাইয়ে দগ্ধ হওয়ার বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।