বগুড়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

বগুড়ার শেরপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2021, 08:22 AM
Updated : 20 March 2021, 08:22 AM

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, শুক্রবার  রাত ২টার দিকে  উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইলে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ হতাহতদের নাম-পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন বলেন, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।  তাছাড়া হাসপাতালের পথে মারা যান আরও দুইজন।

দুর্ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কে আড়াআড়ি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়ে আসে।