নরসিংদীতে নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2021, 01:16 PM
Updated : 19 March 2021, 01:16 PM

শুক্রবার বেলা ১১টার দিকে মনোহরদীর শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের মো. জাকারিয়া ফরাজী (৫০) ও তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জাকারিয়া ফরাজী পেশায় ছিলেন কৃষক। নদীর পাড়ে তার কৃষি জমি রয়েছে।

সকালে মাঠে যাওয়ার সময় শিশু সন্তান সাজিদ সঙ্গে যাওয়ার বায়না ধরলে তাকে নিয়েই মাঠে রওনা দেন জাকারিয়া। কলাগাছের ভেলায় ব্রহ্মপুত্র পার হওয়ার সময় সাজিদ নদীতে পড়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, “নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাবাও ডুবে যায়।”

পরে স্থানীয়রা নদী থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।