নেত্রকোণায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ৭ দোকান

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও ছয়টি গোয়ালঘর পুড়ে গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2021, 08:16 AM
Updated : 18 March 2021, 08:17 AM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গগডা নতুন বাজারে এবং রাত দেড়টার দিকে উপজেলার মাসকা ইউপির পিজাহাতি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ভোরে গগডা নতুন বাজারের শহীদ মার্কেটে হৃদয় মিয়ার দোকানে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মনোহারি, চাস্টলসহ সাত দোকানির প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।”

অপরদিকে রাত দেড়টার দিকে উপজেলার মাসকা ইউপির পিজাহাতি গ্রামের দুলাল মিয়ার গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত তা ছড়িয়ে আর পাঁচটি গোয়াল ঘরে লেগে পুড়ে ছাই হয়ে যায় বলে জহিরুল জানান।

তিনি বলেন, “এ সময় দুলাল মিয়া আহত হলে তাকে রাতেই  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আগুনে সাতটি গরু দগ্ধ এবং অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

উপজেলা দুর্যোগ ব্যবস্থানা কর্মকর্তা (পি আইও) মেহেদী হাসান মৃধা জানান, দুটি অগ্নিকাণ্ডেই ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদেরকে সহায়তা দে্ওয়া হবে।