বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: ‘কেকের বদলে পাউরুটি কেটে’ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেকের পরিবর্তে পাউরুটি কাটার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে চার মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2021, 04:30 PM
Updated : 17 March 2021, 04:30 PM

বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসার এ ঘটনা সামাজিক মাধ্যমে ছড়ি পড়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, বৈরতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী শিক্ষক গোলাম কবির, আজমল আলী এবং কুতুবুল।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, “বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপনের সময় কেকের পরিবর্তে ব্যঙ্গ করে পাউরুটি কাটে বৈরতলা মাদ্রাসার শিক্ষকরা।

“সেই দৃশ্য ফেইসবুকে লাইভ করে ছড়িয়ে দেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কবির।”

স্থানীয়রা ফেইসবুকে তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ ও সহকারী শিক্ষক গোলাম কবীরকে গ্রেপ্তার করে। পরে ভিডিও দেখে সন্ধ্যায় আরও দুই সহকারী শিক্ষক আজমল আলী এবং কুতুবুলকে গ্রেপ্তার করা হয় বলেন তিনি।

তাদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ ব্যাপারে মামলা করা হয়েছে বলে জানান তিনি।