মুজিববর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড় টাঙ্গাইলে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে ‘মিনি’ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2021, 09:44 AM
Updated : 17 March 2021, 10:12 AM

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সখীপুরের তৈলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে দৌড় শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক নারী ও পুরুষ রানার এই প্রতিযোগতায় অংশ নেন।

অনুষ্ঠান শেষে সখীপুর উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনার সভার আয়োজন করা হয়।

সখীপুর-বাসাইল রানার গ্রুপের আয়োজনে ও বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় এই অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য আতাউল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জনপ্রশাসন সচিব ইয়াকুব আলী পাটওয়ারী।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, ডাটাসফটের প্রেসিডেন্ট মঞ্জুর মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুখ।