ময়মনসিংহে ‘ওয়াজ থেকে ফেরার পথে সঙ্গীসহ বক্তা নিখোঁজ’

ময়মনসিংহে ওয়াজে শেষে ফেরার পথে তিনজন সঙ্গীসহ এক বক্তা নিখোঁজ হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2021, 01:32 PM
Updated : 16 March 2021, 01:32 PM

মঙ্গলবার বিকালে নিখোঁজের পরিবারের লোকজন ময়মনসিংহের মুক্তাগাছা থানায় এসে বিষয়টি জানায়।

নিখোঁজরা হলেন, মীর মোয়াজ্জেমন হোসেন সাইফি (৩৪), তার দুই ফটোগ্রাফার মেহেদী হাসান ও ইসহাক আলী ইমন এবং গাড়ি চালক ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ ঢাকার খিলগাঁওয়ের ত্রিমোহনীর, মেহেদী হাসান বগুড়ার আলমদিঘির এবং ইসহাক আলী ইমন পাবনার চাটমোহরের বাসিন্দা।

তারা ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুলুরঘাটের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন।

সাইফির স্ত্রীকে উদ্ধৃত করে মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, গত ১৪ মার্চ দুপুরে ঢাকা থেকে তার নিখোঁজরা মুক্তাগাছায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজে আসেন।

সেদিন রাত ১১টা থেকে সোয়া ঘণ্টার ওয়াজে বক্তব্য দেন সাইফি। রাত ১২টা ৫১ মিনিটে সঙ্গীদের নিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তবে পরিবারের লোকজন তাদের আর কোনো সন্ধান পায়নি।

মঙ্গলবার বিকালে নিখোঁজ সাইফির স্ত্রী নাঈমা সুলতানা (২৩) থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়। রাতে এ অভিযোগের বিষয়টি ডায়েরি করা হবে বলেন ওসি।

নাঈমা সুলতানা বলেন, “তিনদিন ধরে স্বামীর সাথে যোগাযোগ নেই। পারিবারিকভাবে আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। তাদের সবার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।”