ধামরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বাশুড়ির বিরুদ্ধে

ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে তার শাশুড়িকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2021, 11:10 AM
Updated : 16 March 2021, 11:10 AM

মঙ্গলবার সকালে রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা মধ্যপাড়া গ্রামের বাড়ি থেকে বেদেনা আক্তারকে গ্রেপ্তার করা হয় বলে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল জানান।

নিহত কামরুন্নাহার লক্ষ্মী (৩৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার ফোর্টনগর মোল্লাপাড়ার কুদ্দুস মোল্লার মেয়ে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজান মোল্লা (৫০) পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

পরিদর্শক কামাল বলেন, কামরুন্নাহার নামের ওই নারীকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকাল ৬টার দিকে হত্যার অভিযোগে তার শাশুড়িকে আটক করা করা হয়।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, “পারিবারিক কলোহের জেরে প্রায়ই শ্বাশুড়ি এবং স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হতেন কামরুন্নাহার। গয়না নিয়ে তর্কের জেরে রাতে তাকে কামরুন্নাহারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় নিহতের বাবা কুদ্দুস মোল্লা বাদি হয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছেন। নিহতের স্বামী পলাতক মিজান মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান কামাল।