চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2021, 10:18 AM
Updated : 16 March 2021, 10:18 AM

মঙ্গলবার জেলার স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

দণ্ডিত মো. আলাউদ্দীন (৫৫) জেলার শিবগঞ্জ উপজেলার খোকড়াটোলা চামাটোলা গ্রামের সলিমুদ্দিন মোড়লের ছেলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ১৩ মার্চ সকালে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকঘোড়াপাখিয়া ধনিপাড়া গ্রামের একটি আমবাগানে র‌্যাব অভিযানে আটটি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ আটক হন আলাউদ্দীন।

এই ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় আলাউদ্দীনকে একমাত্র আসামি করে র‌্যাবের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন মৃধা মামলা করেন বলে জানান আঞ্জুমান আরা।

মামলার তদন্ত কর্মকর্তা ওই সময়ের শিবগঞ্জ থানার এসআই মাসুদ রানা ২০১৬ সালের ১৩ এপ্রিল দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

এই মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা বলেও জানান আঞ্জুমান আরা।

অপর আসামি শিবগঞ্জের জমিনপুর গ্রামের মো. খালেকের ছেলে মো. নাসিরকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।