সিরাজগঞ্জে সন্তান হত্যায় মায়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জে নয় মাসের সন্তানকে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2021, 08:59 AM
Updated : 16 March 2021, 08:59 AM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডিত মুক্তি পারভীন (২১) শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। 

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে বিচারক ২০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে আদালতের পিপি আব্দুর রহমান জানান।

মামলার বিবরণে বলা হয়, আব্দুল্লাহর সঙ্গে ২০১৭ সালে মুক্তি পারভীনের বিয়ে হয়। তাদের সংসারে মো. মাহমুদুল্লাহ ওরফে মাহিম ওরফে বেলাল নামে এক শিশু সন্তানের জন্ম হয়।

২০২০ সালের ২৮ এপ্রিল রাতে আব্দুল্লাহ ধান কাটার কাজে নওগাঁ চলে যান। ওই রাতে বাড়ির সবাই তারাবির নামাজ পড়ার জন্য আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লাহর বাড়ি যান।

পরে আব্দুল্লাহর মা ও বোন বাড়ি ফিরে মাহমুদুল্লাহর গলাকাটা লাশ দেখতে পান। পরে শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে মাহমুদুল্লার মাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন।