কক্সবাজারের সেই নারী এনজিওকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

কক্সবাজারে বিজিবি সদস্যের দায়ের করা মানহানি মামলায় বেসরকারি সংস্থা ব্লাস্টের সেই নারীকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2021, 07:26 AM
Updated : 15 March 2021, 07:26 AM

কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত সোমবার দুপুরে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় বলে বাদীর আইনজীবী সাজ্জাদুল করিম জানান।

গত বছর ৮ অক্টোবর বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে অটোরিকশার অন্য যাত্রীদের সঙ্গে ব্লাস্টের কর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করেন বিজিবি সদস্যরা। পরে ফারজানা থানায় দলবেঁধে ধর্ষণের অভিযোগ দেন বিজিবির সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে ফারজানার বক্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয়।

ওই বছরই ২২ নভেম্বর টেকনাফ থানার পরিদর্শক শরিফুল কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ‘ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি’ উল্লেখ করেন।

পরে দমদমিয়া চেকপোস্টের সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ফারজানার বিরুদ্ধে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।

আইনজীবী সাজ্জাদুল করিম বলেন, “ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলায় বিজিবি সদস্যের দায়ের করা মামলায় আদালত অভিযোগ গঠন করেছে। এখন বিচার শুরু হবে।”

তবে এই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামির আইনজীবী আবদুর শুক্কুর।