অবৈধ সম্পদ: সংসদ সদস্য বাবলু দুদকে সময় চাইলেন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মুখে দুর্নীতি দমন কমিশনের বগুড়ার সমন্বিত কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পদের হিসাব দিতে সময় চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2021, 05:45 PM
Updated : 14 March 2021, 05:45 PM

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দুইজন আইনজীবীসহ দুদকের কার্যালয়ে হাজির হয়ে এ আবেদন করতে আসেন গাবতলী-শাজাহানপুর এলাকার বগুড়া-৭ আসনে নির্বাচিত এ এমপি।

দুদক কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এছাড়া এমপি নির্বাচিত হওয়ার পর বাবলুর বিরুদ্ধে হলফ নামায় মামলার তথ্য গোপনসহ নানা অভিযোগ ওঠে। 

এ প্রসঙ্গে বগুড়া দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আমিনুল ইসলাম জানান, বিভিন্ন তথ্য সূত্রে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অভিযোগের ‘সত্যতা পাওয়ায়’ গত ৭ মার্চ বগুড়ার দুদক থেকে তাকে সশরীরে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

“এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করলে অভিযোগের সত্যতা মেলে।”

এদিকে দুদক কার্যালয় থেকে বেরিয়ে এমপি রেজাউল করিম বাবলু জানান, জ্ঞাত আয়ের হিসেবের বিষয়ে সময়ের জন্য তিনি আবেদন করেছেন।

“সঠিক হিসেবই সময়মত দেওয়া হবে।”