ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

প্রশাসন ও পরিবহন মালিক সমিতির আশ্বাসে ময়মনসিংহ নেত্রকোনা-মহাসড়কে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2021, 08:54 AM
Updated : 13 March 2021, 08:54 AM

শনিবার বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জেলা মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা জানান।

তিনি বলেন, “দুপুরে প্রশাসনসহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সেখানে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়ে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

এর আগে শুক্রবার বিকালে গাড়ি পাশ কাটাকে কেন্দ্র করে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ি চালক ও এক ট্রাক চালকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে রাত ২টার দিকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয় বলে পুলিশ জানায়।