পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ২

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক্টর উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও একজন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2021, 06:31 AM
Updated : 12 March 2021, 06:51 AM

দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই মোস্তাফিুজুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও বিদ্যালীপাড়া গ্রামের জংলু মোহাম্মদের ছেলে মুক্তার হোসেন (২৪) ও সাবাজপুর গ্রামের খিজমত আলীর ছেলে তালিবুর রহমান (৪৯)।

পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে পঞ্চগড়-আটোয়ারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এসআই মোস্তাফিুজুর স্থানীয়দের বরাতে বলেন, গভীর রাতে ট্রলিতে করে একটি মাটি কাটার যন্ত্র নিয়ে পঞ্চগড় থেকে আটোয়ারি যাচ্ছিলেন তিন ব্যক্তি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায়। এতে তিনজনই চাপা পড়েন। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাটিকাটা যন্ত্রের চালক মুক্তার ও ট্রলিচালক তালিবুরকে মৃত ঘোষণা করেন।

“দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তাছাড়া মাটি কাটা যন্ত্রে চালকের সহকারী সুকুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, সড়কে সেতু নির্মাণের কাজ চলছে। ট্রলিচালক বুঝতে না পারায় দ্রুতগতিতে আসার পর নিয়ন্ত্রণ হারান। ট্রলিটি উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়েন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।