কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান ঝুলছিলেন খাম্বায়

কুষ্টিয়ার মিরপুরে খাম্বায় উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2021, 05:21 PM
Updated : 11 March 2021, 05:27 PM

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার মিরপুর থানার একশ গজ পশ্চিমে লাইনে উঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডিলু মিয়া (২১) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাইন স্ক্রু লেভেল-১’ পদে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব উদ্দিন বিশ্বাস বলেন, লাইনটি বন্ধ করা হয়েছে কি না তা লাইনম্যান ডিলু মিয়া বুঝতে পারেনি। ওর সঙ্গের সহকর্মী লাইন বন্ধ করতে যাওয়ায় ঘটনার সময় ওখানে ডিলু মিয়া একাই ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর থানার সামনে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্ট বাঁধা অবস্থায় খাম্বায় ডিলু ঝুলছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মীরা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।