শেরপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘হত্যা’

শেরপুরের নকলা উপজেলায় এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে, যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2021, 09:48 AM
Updated : 11 March 2021, 09:48 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার ধনাকুশা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অর্ধগলিত অবস্থায়  খোদেজা বেগমের লাশ উদ্ধার করা হয়।

৬২ বছর বয়সী খোদেজা ওই গ্রামের আশকর আলীর স্ত্রী।

নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, খোদেজা বাড়িতে একাই থাকতেন। গত ৩/৪ দিন ধরে তাকে বাড়িতে দেখা যাচ্ছিল না। বুধবার বিকালে খোদেজার বাড়ির আঙিনায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সকালে দুর্গন্ধ তীব্র হলে লোকজন মাটি খুঁড়ে খোদেজার লাশ পায়।পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

দুর্বৃত্তরা তিন/চার দিন আগে খোদেজাকে হত্যার পর লাশ বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।