কক্সবাজারের সেই নারী এনজিওকর্মীর অভিযোগ গঠনের শুনানি ১৫ মার্চ

কক্সবাজারে বেসরকারি সংস্থা ব্লাস্টের সেই নারীকর্মীর বিরুদ্ধে বিজিবি সদস্যের মানহানি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১৫ মার্চ দিন ঠিক করে দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2021, 09:17 AM
Updated : 11 March 2021, 10:35 AM

বাদীর আইনজীবী সাজ্জাদুল করিম জানান, কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেয়। এছাড়া আদালত আসামির স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছে।

গত বছর ৮ অক্টোবর বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে অটোরিকশার অন্য যাত্রীদের সঙ্গে ব্লাস্টের কর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করেন বিজিবি সদস্যরা। পরে ফারজানা থানায় দলবেঁধে ধর্ষণের অভিযোগ দেন বিজিবির সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে ফারজানার বক্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয়।

ওই বছরই ২২ নভেম্বর টেকনাফ থানার পরিদর্শক শরিফুল কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ‘ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি’ উল্লেখ করেন।

পরে দমদমিয়া চেকপোস্টের সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ফারজানার বিরুদ্ধে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।

আইনজীবী সাজ্জাদুল বলেন, সেই মামলায় গত ২২ নভেম্বর আদালতে প্রতিবেদন দেন পরিদর্শক শরিফুল ইসলাম। আদালত ফারজানা আক্তারের বিরুদ্ধে সমন জারি করে।

“ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলায় মানহানির মামলায় বৃহস্পতিবার আদালতে শুনানি ছিল। শুনানি শেষে মামলার সার্বিক দিক বিবেচনা করে আদালত আগামী ১৫ মার্চ অভিযোগ গঠনের আদেশ দিয়েছে। তাছাড়া আসামিকে স্থায়ী জামিনেরও আদেশ দিয়েছে আদালত।”