মানিকগঞ্জে দগ্ধ নারীর মৃত্যু, শ্বশুরের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শ্বশুরের দেওয়া আগুনে পুড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2021, 08:32 AM
Updated : 11 March 2021, 11:36 AM

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, বৃহস্পতিবার ভোরে যমুনা নদীর দুর্গম তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে এ ঘটনায় ওই নারীর বাবা মদি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।   

নিহত লিবা খাতুন (২৭) ওই এলাকার জুলহাসের ছেলে সোলেমান মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে এ মামলা হয়। মামলায় লিবার শ্বশুর জুলহাসকে এতে একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জুলহাসের মেয়ের জামাই বিল্লাহ শেখও দগ্ধ হয়েছেন। তাকে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জুলহাস মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ভেতর সেচযন্ত্রে ব্যবহারের ডিজেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

“এ সময় ঘরে থাকা তার আট মাসের অন্তঃসত্ত্বা ছেলে বউ লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।”

লিবার স্বামী সোলেমান মিয়া রাজশাহীতে একটি প্রতিষ্ঠানে (খননযন্ত্র) অপারেটর হিসেবে কাজ করেন। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে প্রাথমিক তদন্তে জুলহাসের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।