যশোরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় অপহরণের সাতদিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2021, 07:36 AM
Updated : 11 March 2021, 07:45 AM

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, বুধবার যশোর আদালত চত্বর থেকে মেয়েটিকে তারা উদ্ধার করেন।

আটকরা হলেন- ঝিকরগাছার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুন (৩২)।

মেয়েটির বাবা বলেন, প্রায় দুই মাস আগে আকবর ও তার স্ত্রী রুমা তাদের গ্রামে আসেন। তারা তাদের বোনজামাইয়ের বাড়িতে ছিলেন।

“তাদের বোন জামাই আমাদের বাড়ির পাশেই থাকে। সেই সুবাদে আকবর-রুমার আমাদের বাড়িতে যাতায়াত ছিল। বৃহস্পতিবার আমি ও আমার স্ত্রী কাজের জন্য বেরিয়ে গেলে ওই দম্পতি আমার মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে পালিয়ে যায়।”

ওসি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে ১৩ বছর বয়সী ছাত্রীটিকে অপহরণ করা হয় বলে তার পরিবারের থানায় অভিযোগ করে।

“পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং অপহরণে জড়িত অভিযোগে আকবার ও রুমাকে আটক করে।”
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।