যশোরে ইউপি সদস্যকে থামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি
যশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2021 09:29 PM BdST Updated: 08 Mar 2021 12:46 AM BdST
-
নিহত ইউপি সদস্য নূর আলী শেখ
যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য এক আওয়ামী লীগ নেতা।
পথে তাকে থামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় বলে তার সঙ্গীরা জানিয়েছেন।
নিহত নূর আলী শেখ (৫০) শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রোববার রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নূরের ছেলে ইব্রাহীম শেখও (১৮) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, রাতে নূর আলী তার ছেলের মোটরসাইকেলে করে বাবুরঘাট গ্রামে তার বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নওয়াপাড়ায় অনুষ্ঠানে ছিলেন নূর আলী শেখ। অনুষ্ঠান শেষে তিনি ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। নিজের গ্রামেই তার উপর হামলা হয়।
শুভরাড়া ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ্বাস বলেন, “রাত ৮টার দিকে তারা বাবুহাট গ্রামে নূর আলী প্রতিষ্ঠিত ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে কয়েকজন তাদের থামার সঙ্কেত দিলে দাঁড়ানোর সাথে নূর আলীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে তারা। মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।”
হামলাকারীদের গুলির ছররায় ইব্রাহিম আহত হন। তার মুখ, গলার বামপাশে ও বাম পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে বলে জানান রাজ্জাক।
ইব্রাহিমকে স্থানীয়রা প্রথমে কাছের খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থান অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মনিরুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা অনুসন্ধান চলছে।
-
ফেনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
-
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার আরও ৭
-
খুলনায় টিসিবির পণ্য বিক্রি করায় জরিমানা
-
মুন্সীগঞ্জে এক গৃহবধূ অগ্নিদগ্ধ
-
ঝড়ে বন্ধের পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ফের শুরু
-
মামুনুলের শ্বশুরকে নোটিশ: আ. লীগ নেতাদের হুমকি
-
টাঙ্গাইলে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
-
ফরিদপুরে ফোন করলেই পৌঁছে দিচ্ছে মাছ
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার