২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চালু, ভাড়া ২২শ’ টাকা

আগামী ২৬ মার্চ ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 01:49 PM
Updated : 7 March 2021, 01:53 PM

রোববার দুপুরে পঞ্চগড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা থেকে এ রুটে রেল যোগাযোগ উদ্বোধন করবেন।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি ট্রাভেল ট্যাক্স ৫শ’ টাকা বাদে ভাড়া ২২শ’ টাকা এবং চিলাহাটি পর্যন্ত ভাড়া ৭শ’ টাকা জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের আগ্রহী যাত্রীরা চিলাহাটি স্টেশন থেকে যাতায়াত করতে পারবেন। তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। এসব বগি কেবল চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে পঞ্চগড় থেকে কক্সবাজার এবং মংলা পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিসি ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্য দেন।