বৈধপথে আমদানি হলে চোরাচালান প্রতিরোধ হবে: স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

বৈধপথে সব পণ্য আমদানি করা গেলে সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ হবে বলে মনে করছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইমলাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 01:22 PM
Updated : 7 March 2021, 01:22 PM

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে দেশের শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে নিষিদ্ধ পণ্য ব্যতিত অন্য সব পণ্য আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, পণ্য আমদানির বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথা জেনেছি।

“ব্যবসায়ীরা চাচ্ছেন, একেবারে ওপেন করে দিতে, যেন সব ধরণের পণ্য আমদানি করতে পারেন। বৈধপথে, শুল্কায়ন করে আমদানি যদি চালু করা যায়, তাহলে চোরাচালান অটোমেটিক বন্ধ হবে। আমিও আমদানির সুযোগ দেওয়ার পক্ষে।”

তবে কোনো বন্দরেই সব ধরণের পণ্য আমদানির অনুমতি নেই উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা তালিকা দিক, একেবারে ওপেন না হলেও এনবিআর এ বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।

এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত উদ-দৌলা খাঁন, এডিসি (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।