কাপ্তাইয়ে হাতির আক্রমণে একজনের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 07:29 AM
Updated : 7 March 2021, 07:29 AM

রোববার ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ-বাহিনী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার জানান।

মৃত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে এ বন কর্মকর্তা জানালেও তার নাম-পরিচয়  নিশ্চিত করতে পারেন নি।  

মহসিন বলেন, রোববার ভোর ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় এক ব্যক্তির  লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী এবং তাকে নৌ-বাহিনী সড়ক এলাকার জঙ্গলে প্রায়ই ঘোরাঘুরি করতে দেখা যেত। বুনো হাতির আক্রমণে তার হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

জেলা সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব বলেন, “বর্তমানে হাতির উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। প্রতিদিনই  বুনো হাতির দল ক্যাম্পের ভেতর ও আশপাশে এলাকায় ঢুকে ক্ষয়ক্ষতি করছে। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।”

হাতির আক্রমণে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।