ত্বকী হত্যার ৮ বছর, বিচার দাবি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2021 02:49 PM BdST Updated: 06 Mar 2021 02:49 PM BdST
শিশুশিক্ষার্থী ত্বকী হত্যার আট বছর পূর্তিতে বিচারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
Related Stories
জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, “ত্বকী হত্যার পর দেশে সাত খুনসহ অনেকগুলো হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিন্তু ত্বকী হত্যার বিচার শুরু হচ্ছে না। এটি স্বাধীন বিচার ব্যবস্থা ও ন্যায় বিচারের ক্ষেত্রে অন্তরায়।”
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকের বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। তার দুই দিন পর শহরের চারার গোপ এলাকায় খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
ত্বী ওই মহল্লার রফিউর রাব্বির ছেলে।
আট বছরেও মামলার তদন্তকাজ শেষ করতে পারেনি র্যাব। বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনসহ নারায়ণগঞ্জের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
তবে র্যাব বলছে তদন্তে অগ্রগতি হয়েছে।
র্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম বলেন, “তদন্তে অগ্রগতি আছে। তদন্ত কাজ চলছে।”
মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়াউল ইসলাম কাজল বলেন, ত্বকী হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র দাখিল ও আসামি সুলতান শওকত ভ্রমরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী সব আসামির গ্রেপ্তার আদেশ চেয়ে ১ মার্চ পুনরায় আদালতে আবেদন করা হয়।
“আদালত বলেছে মামলার তদন্ত কর্মকর্তা চাইলে আসামিদের গ্রেপ্তার করতে পারেন।”
ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে মোমশিখা কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
-
‘ঝড়োত ঘর ভাংগি পরি গেইছে, ভালো করিম তারও টাকা নাই’
-
মাদানী আরও এক দিনের রিমান্ডে
-
ভোলায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতে রোগী
-
টাঙ্গাইলে মসজিদ নির্মাণের দ্বন্দ্বে হামলায় শিক্ষক নিহত
-
গাজীপুরে আরেক মামলায় রিমান্ডে মাদানী
-
পঞ্চগড়ে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
-
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
-
নওগাঁয় ধানকাটা নিয়ে দুদল আদিবাসীর সংঘর্ষে নিহত ১
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)