গাজীপুরে রাসায়নিকের গুদামে আগুন, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার রাসায়নিকের গুদামে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2021, 06:30 AM
Updated : 6 March 2021, 08:09 AM

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ মাহফুজ জানান, উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্ট অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় শনিবার সকালের এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন- কারখানার শ্রমিক ঢাকার দোহারের কুশনহাটি এলাকার সূর্য সিকদারের ছেলে মো. মাসুম সিকদার (৩০)।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিদর্শক ইমতিয়াজ বলেন, সকাল ১০টার দিকে রাসায়নিকের গুদামে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন আহত এবং অসুস্থ্ হয়ে পড়লে তাদের উদ্ধার ঢাকা, ময়মনসিংহ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেলেও একজন মারা গেছেন বলে শুনেছেন।

তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া থেকেও অগ্নিকাণ্ডের ওই ঘটনাটি ঘটে থাকতে পারে।”

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিয়া রাজ জানান, আহতদের মধ্যে ওই কারখানার ২৩ জন শ্রমিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের তালিকা পাওয়া গেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, আহতেদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে; বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের শরীরে আগুনে পোড়ে যাওয়ার মতো কোন ক্ষত দেখা যায়নি। দুই একজনের শরীরে ছোট খাট আঘাতের চিহ্ন থাকলে মারাত্মক কিছু দেখা যায়নি। গ্যাসের তীব্রতায় অনেকের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।