ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মিছিল গাজীপুরে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাজীপুর নগরে মশাল মিছিল করেছেন ছাত্ররা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2021, 04:51 PM
Updated : 5 March 2021, 04:51 PM

‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ ব্যানারে শুক্রবার রাতে এই মিছিলের আয়োজন করা হয়।

গাজীপুর নগরীর শিববাড়ী এলাকা থেকে মশাল মিছিল বের হয়ে ভাওয়াল রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর আহ্বায়ক মাধব চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় ব্ক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জেলা সংগঠক আহমেদ সাবের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সদর থানা সংগঠক গোলাম মাওলা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি দিদারুল ইসলাম শিশির।

সমাবেশে বক্তারা অবিলম্বে গ্রেপ্তার ছাত্রনেতাদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ কারাগারে মারা যাওয়ার পর এই আইন বাতিলের দাবিতে দেশে প্রতিবাদ শুরু হয়। এর মধ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক এই আইন সংশোধন করা হবে না বলে জানিয়ে দেন।