খুলনায় ইন্টারনেটে ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ‘ধর্ষণ’

খুলনার পাইকগাছায় আপত্তিকর ছবি ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2021, 04:55 AM
Updated : 5 March 2021, 06:25 AM

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় ওই গৃহবধূর করা মামলায় গ্রেপ্তার সমীরণ মণ্ডলকে (৩০) বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

সমীরণের বাড়ি উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে।  

মামলার বরাতে ওসি বলেন, সমীরণের সঙ্গে তার ভাবির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ২০২০ সালের ৪ মে সমীরণ গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। চলতি বছরের ১৫ জানুয়ারি গৃহবধূর কাছে সমীরণ দুই লাখ টাকার চাঁদা দাবি করেন। ঘটনাটি জানাজানি হলে গৃহবধূকে তাড়িয়ে দেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

এরপর বুধবার পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই গৃহবধূ।

ওইদিনই বাড়ি থেকে সমীরণকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান এজাজ।