চাঁদপুরে জাটকা ধরায় ৫ জেলের সাজা

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে পাঁচ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2021, 09:35 AM
Updated : 4 March 2021, 09:35 AM

বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাইমচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে কোস্টগার্ড।

কোস্টর্গাডের সিনিয়র পেটি অফিসার মো. লুৎফর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

পরে হাইমচর উপজলো সহকারী কমশিনার (ভূমি) নির্বাহী ম্যাজস্ট্রিট রিগ্যান চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- হাইমচর উপজেলার সাহবেগঞ্জ এলাকার মো. মহসনি (৩৫), নাছির হোসেন (২৫), মো. আল-আমিন (২৫), মো. মামুন (১২) ও সুমন (১৪)।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড বুধবার সন্ধ্যা ৬টা থকে রাত ১১টা র্পযন্ত মেঘনা নদীতে অভযিান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদীর সাহবেগঞ্জ এলাকায় মাছ ধরা অবস্থায় ১টি নৌকাসহ ৫ জেলেকে আটক করে।

জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ১মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনায় সকাল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময় নদীতে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ।