বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিকদের নির্বাচন ৬ মার্চ

করোনাভাইরাস মহামারীতে বন্ধ হওয়া 'বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির' ত্রিবার্ষিক নির্বাচন ৬ মার্চ অনুষ্ঠিত হবে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 04:06 PM
Updated : 3 March 2021, 04:06 PM

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহাদত হোসেন বলেন, গত বছরের ২৮ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল; কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশে ওই সময় নির্বাচন স্থগিত করে দেওয়া হয়।

“পরবর্তীতে দেশের পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় ৬ মার্চ নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।” 

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির মাধ্যমে আমদানি ও রপ্তানিকারকরা বিভিন্ন এলাকা ও বন্দরের মধ্যে পণ্য আনানেওয়ার কাজ করে।

ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছেন।

এবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচনে ৫২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানান।

নির্বাচন কমিশনের সদস্য কাজি শাহজাহান সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই নির্বাচনে দুটি প্যানেলে ২২ জন প্রার্থী  অংশ নিয়েছেন। প্যানেল দুটি হলো সমমনা পরিষদের ব্যানারে 'সনি-রিপন পরিষদ' ও ঐক্য পরিষদের ব্যানারে 'রবি-আজিম পরিষদ'। 

আগামী ৬ মার্চ [শনিবার] সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বেনাপোল বন্দরের ২ নম্বর গুদামের সামনে অবস্থিত মালিক সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহণ চলবে বলে তিনি জানান।