বাগেরহাটে কৃষকের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

বাগেরহাট সদরে গলায় ফাঁস লাগানো এক কৃষকের মরদেহ পাওয়া গেছে; যাকে ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে পুলিশের ধারণা।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 03:47 PM
Updated : 3 March 2021, 03:47 PM

বুধবার বিকালে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে একটি সুপারি বাগানে এই মৃতদেহ পাওয়া যায় বলে সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।

মৃত কৃষক কওসার শেখ (৩৫) যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে।

প্রতীকী ছবি

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কওসার শেখ যাত্রাপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে ফিরতে দেরি দেখে তার স্ত্রী ফোন করলে তা বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা প্রতিবেশীদের নিয়ে রাতেই খোঁজাখুঁজি শুরু করেন। সকালেও খোঁজেন।

“বুধবার দুপুরে তাদের বাড়ি থেকে পাঁচশ গজ দূরে একটি সুপারি বাগানে কওসারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।”

পরে পুলিশ গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে তিনি জানান।

“তাকে কোনো হামলাকারী তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”