গাইবান্ধায় মাদক মামলায় যুবকের ফাঁসির রায়

গাইবান্ধায় একটি মাদক মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 02:10 PM
Updated : 3 March 2021, 02:10 PM

বুধবার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডিত রবি দাস (৩৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহার গ্রামের প্রয়াত বেচুরাম দাসের ছেলে। তিনি গাইবান্ধার যাত্রীবাহী বাস ‘নওশাদ পরিবহন’ এর সুপারভাইজার ছিলেন।

রায়ে একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ প্রিন্স জানান।

ফারুক আহম্মেদ জানান, ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে যাত্রীবাহী বাস নওশাদ পরিবহন থেকে রবি দাসকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাসের পিছনের আসন থেকে ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবি দাসের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সাজু মিয়া বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

রায় শুনে আদালত প্রাঙ্গণে দণ্ডিত আসামি বরি দাসের স্ত্রী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা নিযুক্ত আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস।

আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা