ময়মনসিংহে মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ’: পাঁচজন গ্রেপ্তার

ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 12:38 PM
Updated : 3 March 2021, 12:38 PM

বুধবার দুপুরে সদর উপজেলার রুপাখালী থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি।

গ্রেপ্তাররা হলেন, সিরাজুল ইসলামের ছেলে নাছিম আহম্মেদ রিপন (২২), আইয়ুব আকন্দের ছেলে আশিক আকন্দ (১৯), হানিফ আকন্দের ছেলে লিওন আকন্দ (২০), ফজলূল হকের ছেলে মো. খোকন (২৭)। তারা সবাই সদর উপজেলার রূপাখালী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া গ্রেপ্তার মো. ছমিন (১৭) মুক্তাগাছা উপজেলার সোহরাব উদ্দিনের ছেলে।

অভিযোগের বরাত দিয়ে মেজর ফজলে রাব্বি বলেন, গত ২৬ জানুয়ারি রাতে পূর্বপরিচিত মো. আশিকের মোবাইল ফোনে কল দিয়ে কথা আছে বলে মাদ্রাসা ছাত্রীকে ঘর থেকে বের হতে বলে।

পরে পূর্বপরিকল্পিতভাবে বাড়ির আঙিনার পাশে ওৎ পেতে থাকা আশিক ও তার সহযোগীরা গামছা দিয়ে মুখ, হাত, পা বেঁধে কাঁধে করে বাড়ির পশ্চিম পাশের মাছের খামারে পাশে খালি জায়গায় নিয়ে যায়।

“সেখানে তারা রাতভর ধর্ষণ করে এবং ফোন দিয়ে ভিডিও চিত্র ধারণ করে। পরে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে যায় “

এছাড়া ঘটনাটি কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলেন তিনি।

২৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার খোকন মোবাইলে ধারণ করা ধর্ষণের ভিডিও বিভিন্ন লোকজনকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

গত মঙ্গলবার নির্যাতনের শিকার ঐ মাদ্রাসাছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন মেজর ফজলে রাব্বি।