রাস্তা দখল করে ইউপি সচিবের ভবন, ভেঙে দিল প্রশাসন

কুমিল্লা উত্তর দূর্গাপুর গুনানন্দী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2021, 09:07 AM
Updated : 2 March 2021, 10:01 AM

এ সময় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত এক ইউপি সচিবের একটি তিনতলা ভবনসহ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার ২নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের গুননন্দি এলাকায় স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপস্থিতে পুলিশ সদস্যদের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়।

জনি বলেন, “এলাবাসীর চলাচলের ২৮ ফুট প্রসস্ত সড়ক অবৈধভাবে দখল করে রেখেছিলেন চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের সচিব ইসমাইল হোসেন। একাধিকবার তাকে নোটিশ প্রদান করা হলেও বাড়ির মালিক তাতে কর্নপাত করেন নি। তাই আজ প্রশাসনের উদ্যোগে বাড়িটি উচ্ছেদ করা হয়।”

অভিযানের শুরুতে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বুলডোজার দিয়ে রাস্তায় ওপরে থাকা বাড়িরি অংশ বিশেষ ভাঙার কাজ আরাম্ভ করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় উওর দুর্গাপুরের ইউপি মেম্বার মো. জসিম উদ্দিন বলেন, অবৈধভাবে রাস্তার ওপর ভবন করে জনসাধারণের চলাচলের বাধা সৃষ্টি করেছে ইসমাইল হোসেন। স্থানীয়দের আবদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সর্বসাধারণের চলাচলের ব্যবস্থা করছে।