সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

ঢাকার সাভারে একটি চলন্ত প্রাইভেটকার আগুনে পুড়ে গেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2021, 05:52 PM
Updated : 1 March 2021, 05:52 PM

সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে আমিন মার্কেটের সামনে যান্ত্রিক ত্রুটি থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে মেন করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, প্রাথমিক ধারণা যান্ত্রিক ত্রুটির কারনেই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।”

একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী প্রাইভেটকারটি থেমে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ব্রেক কষলে বিকট শব্দ হয়। তখন চালক গাড়িটি নিয়ে সামনের দিকে এগুতেই আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে চালক গাড়ি থেকে নেমে দৌঁড় দেয়। এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ওই সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায় বলেন তারা।

এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পুড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।