গোপালগঞ্জে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সমন
গোপালগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 02:42 PM BdST Updated: 01 Mar 2021 02:42 PM BdST
মানহানির মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সমন জারি করেছে গোপালগঞ্জের একটি আদালত।
জেলার কোটালীপাড়া আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অমিত কুমার রায় রোববার এই আদেশ দেন।
মামলা থেকে যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম ও সম্পাদক সাইফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী হাসান মোল্লা মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন বলে অভিযোগ আনা হয়। তাছাড়া মামলার বাদী দেলোয়ার হোসেন সরদারসহ ২৩ জনকে রাজাকার বলে উল্লেখ করেন ওই নেতা। সংবাদ সম্মেলনের এই সংবাদটি যুগান্তরের অনলাইনে প্রকাশিত হয় এবং কাগজে মুদ্রি হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জের আইনজীবী দেলেয়ার হোসেন সরদারের মানহানি হয়।
এ ঘটনায় ২০১৯ সালের ২০ জানুয়ারি দেলোয়ার হোসেন সরদার গোপালগঞ্জের আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলা তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেয়। তদন্ত শেষে প্রতিবেদনে যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম ও সম্পাদক সাইফুল আলমকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
বেঞ্চ সহকারী বলেন, রোববার শুনানি শেষে বিচারক বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সমন জারি করে। তাছাড়া সালমা ইসলাম ও সাইফুল আলমকে অব্যাহতি দেয়।
আগামী ২৮ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে বলে তিনি জানান।
মামলার বাদী দেলোয়ার বলেন, “রুহুল কবির রিজভীর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ও আমার মান ক্ষুণ্ন হয়েছে। এ কারণে আমি মানহানি মামলা করেছি।”
-
ফেনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
-
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার আরও ৭
-
খুলনায় টিসিবির পণ্য বিক্রি করায় জরিমানা
-
মুন্সীগঞ্জে এক গৃহবধূ অগ্নিদগ্ধ
-
ঝড়ে বন্ধের পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ফের শুরু
-
মামুনুলের শ্বশুরকে নোটিশ: আ. লীগ নেতাদের হুমকি
-
টাঙ্গাইলে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
-
ফরিদপুরে ফোন করলেই পৌঁছে দিচ্ছে মাছ
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?