গাজীপুরে কয়েকটি বস্তিতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর বাইমাইলে কয়েকটি বস্তিতে অগ্নিকাণ্ডে ‘কয়েকশ’ ঘর পুড়ে গেছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 07:33 PM
Updated : 28 Feb 2021, 07:33 PM

রোববার রাতে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানায়।

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টিনশেড একটি বস্তিতে রাত সোয়া ৮টার দিকে আগুন ধরে। পরে তা দ্রুত পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পাশের স্ট্যান্ডার্ড নিটওয়্যার কারখানা থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার স্টেশনে খবর দেয়।

তাশাররফ বলেন, খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে একটি, জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে তারা নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। বস্তিতে আশেপাশের কারখানার কর্মরত শ্রমিকরা বসবাস করেন।

“আগুনে কয়েকটি বস্তির তিন শতাধিক ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কেউ আহত বা নিহত হয়েছে কি-না জানা যায়নি।”