নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ২ জনের প্রাণদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2021 03:43 PM BdST Updated: 28 Feb 2021 03:43 PM BdST
নারায়ণগঞ্জে চার শ্রমিককে হত্যার দায়ে দুইজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া এ মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তাইজুল ইসলাম ওরফে তাইজুল ফিটার ও মহিউদ্দিন ওরফে মহিউদ্দিন ফিটার।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- চাঁন মিয়া, দুলাল মিয়া, মজিবর, আব্দুল মান্নান ও মো. আরিফ, আব্দুল জলিল, সাইফুল ইসলাম, দুলাল হোসেন ও শফিকুল ইসলাম।
আসামিদের মধ্যে আব্দুল জলিল, সাইফুল ইসলাম, দুলাল হোসেন ও শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
এপিপি ফজলুর রহমান জানান, ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর সিলেট থেকে পাথর বোঝাই করে শাহ্ পরান বাল্কহেড জাহাজের চালক নাসির, মঙ্গল চন্দ্র, ফয়সাল হোসেন ও আব্দুল হান্নান মুন্সীগঞ্জে সিমেন্ট কারখানায় নিয়ে যায়।

পরে বাল্কহেডের চালক-শ্রমিকসহ চারজনকে গলাকেটে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। এর মধ্যে নাসির ও ফয়সালের লাশ পাওয়া গেলেও মঙ্গল ও আব্দুল হান্নানের লাশ পাওয়া যায়নি।
ওই ঘটনায় ওই বাল্কহেডের মালিক এরশাদ মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার ৭ আসামি আদালতে জবানবন্দিও দেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ২৬ মার্চ পুলিশ ১২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
-
‘ঝড়োত ঘর ভাংগি পরি গেইছে, ভালো করিম তারও টাকা নাই’
-
মাদানী আরও এক দিনের রিমান্ডে
-
ভোলায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতে রোগী
-
টাঙ্গাইলে মসজিদ নির্মাণের দ্বন্দ্বে হামলায় শিক্ষক নিহত
-
গাজীপুরে আরেক মামলায় রিমান্ডে মাদানী
-
পঞ্চগড়ে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
-
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
-
নওগাঁয় ধানকাটা নিয়ে দুদল আদিবাসীর সংঘর্ষে নিহত ১
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)