তেঁতুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আহত এক বেলুন বিক্রেতা মারা গেছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 04:52 AM
Updated : 28 Feb 2021, 07:07 AM

পঞ্চগড় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান খান শাওন জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইউনুস আলী মারা যান ।

ইউনুস গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

এর আগে শনিবার বিকালে তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাকিরা একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শাওন বলেন, “বেলুনে গ্যাস ভরার সময় ইউনুস আলীসহ (৩৮) পাঁচজন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস মারা যান।”

তেঁতুলিয়া থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, “বিস্ফোরণে ইউনুসের ডান পায়ের অর্ধেক উড়ে যায়। আহত বাকি চারজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। চোখেও মারাত্মকভাবে আঘাত পেয়েছেন কেউ কেউ। ”

নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে। এছাড়া পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে তিনি জানান।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, স্থানীয়ভাবে আহতদের স্বজন না থাকায় তাৎক্ষণিকভাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসায় রংপুরে পাঠানো হয়। তাদের চিকিৎসার খরচও জেলা প্রশাসন বহন করছে।

এ ঘটনায় আহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রহমতপুর এলাকার সাব্বির হোসেন (২২), রানীশংকৈল এলাকার হাফিজুল ইসলাম (২৬), নওগাঁ জেলা সদরের রাব্বি হোসেন (২৫) ও তেঁতুলিয়া উপজেলা সদরের ফয়সাল আহমেদ (১৪)।