‘অবৈধভাবে’ বাংলাদেশে এসে বিয়ে করা ভারতীয় গ্রেপ্তার

গাজীপুর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ বলছে, ‘অবৈধভাবে’ বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন তিনি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 08:44 PM
Updated : 27 Feb 2021, 08:44 PM

গ্রেপ্তার মানিক সরকারের (৪০) বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ এবং অবৈধভাবে অবস্থান করার অভিযোগ আনা হয়েছে।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে গাজীপুরের  বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন।

মানিক ভারতের দক্ষিণ ত্রিপুরার উত্তর কৃষ্ণপুরের টিলা রাধানগর এলাকার মনীন্দ্র সরকারের ছেলে বলে জানান তিনি।

ওসি ফারুক বলেন, ‘প্রায় দুই মাস আগে’ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন মানিক। এরপর তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার কাছিপাড়া গ্রামের আলেয়া বেগমের মেয়ে কুলসুম বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার আউটপাড়া এলাকার আসফাক উস সালেহীনের বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন।

শনিবার ভোরে ওই বাসায় অভিযান চালিয়ে মানিক সরকারকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ভারতীয় কিছু কাগজপত্র জব্দ করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ ও অবস্থান করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক বলেছে, ভারতেও তার ভানু দাস সরকার নামে অরেকজন স্ত্রী আছে।ওই স্ত্রীর অত্যাচার সইতে না পেরে সে বাংলাদেশে আসে এবং বিয়ে করে।”