সিরাজগঞ্জে হাসপাতাল থেকে আবার নবজাতক চুরি

চার দিনের মধ্যে আবার সিরাজগঞ্জে এক হাসপাতাল থেকে কয়েক ঘণ্টা আগে জন্মানো নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 02:35 PM
Updated : 27 Feb 2021, 02:37 PM

শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার  হাটিকুমরুল গোলচত্বর এলাকার শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। 

সামিউল নামের এ শিশু তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুন দম্পতির ছেলে। 

এর আগে গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বোরকা পরা এক নারী ২৯ দিনের শিশু চুরি করেছিলেন। এর চার দিনের ব্যবধানে দ্বিতীয় শিশু চুরির ঘটনা ঘটল।

শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক জাকির হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর প্রসূতি বেশ কিছুক্ষণ অচেতন থাকায় শিশুটিকে নানি জয়নব কোলে নেন।

শিশুটির কান্নাকাটি শুনে বোরকা পরিহিত এক নারী জয়নবের সাথে কথা বলে ভাব জমান। এরপর শিশুটিকে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা কোলে রাখেন ওই নারী। বিকেলে শিশুটিসহ বোরকা পরিহিত ওই নারী পালিয়ে যান বলেন তিনি।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। সিসিটিভির ভিডিও সংগ্রহ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।”

গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বোরকা পরা নারী মাহিম নামে ২৯ দিনের এক শিশুকে চুরি করে। 

ওই ঘটনায় মামলা হলেও শিশুটি উদ্ধার হয়নি।