মরা গাছ ভেঙে পড়ে দুজনের মরণ

ময়মনসিংহের ভালুকায় একটি অনুষ্ঠান চলাকালে মরা আম গাছ ভেঙে পড়ে দুই জন মারা গেছেন; আহত হয়েছেন আরও চার জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 07:01 PM
Updated : 26 Feb 2021, 03:16 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি গ্রামের শহিদ মিয়া (৩২) এবং একই ইউনিয়নের গোবদিয়া গ্রামের নাছির উদ্দিন (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা থানার ওসি মাইন উদ্দিন জানান, মল্লিকবাড়ি বাজার কমিটির আয়োজনে মল্লিকবাড়ি বাজারের একটি মরা আম গাছের নিচে রাত সাড়ে ৯টার দিকে বাজার কমিটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এই সময় হঠাৎ মরা আম গাছটি গোড়া থেকে ভেঙে কয়েকজনের উপরে পড়ে। এতে সাত জন আহত হন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।” 

তিনি আরও বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৫ জন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্রাম হোসেন বলেন, আম গাছটি দীর্ঘদিন মরা অবস্থায় ছিল। বাজার কমিটির অনুষ্ঠানে লোকজন জড়ো হলে দুর্ঘটনাটি ঘটে।