এমপির নাম না থাকায় উদ্বোধনের ফলক গুঁড়িয়ে দিল পাবনায়

পাবনায় স্থানীয় সংসদ সদস্যের নাম না থাকায় কাজিরহাট-আরিচা নৌরুটের ফেরি সার্ভিস উদ্বোধনের ফলক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 02:15 PM
Updated : 25 Feb 2021, 02:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির ওই এলাকা পরিদর্শনে যাওয়ার পর এ ঘটনা ঘটে। সে সময় বিআইডব্লিউটিএর লোকজন বাধা দিতে গেলে তাদেরও ধাওয়া করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিআইডব্লিউটিএ এর টেকনিক্যাল সহকারী শহিদুল ইসলাম বলেন, কারা ধাওয়া করছেন, তাদের আমরা চিনি না।

“তবে এমপি সাহেবের নাম না থাকায় তারা ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন।”

বিষয়টি অফিসিয়ালি দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কাজীরহাট ঘাটের ইজারাদার সাদ্দাম হোসেন জানান, প্রায় দুই যুগ পর পাবনার কাজীরহাট এবং মানিকগঞ্জের আরিচা নৌ রুটে ফেরি চলাচলের উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় আগামী ২৭ ফেব্রুয়ারি এই নৌরুটের উদ্বোধন করার কথা ছিল নৌ পরিবহন প্রতিমন্তী খালিদ মাহমুদ চৌধুরীর।

সেই মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির ওই এলাকা দেখতে যান। এ সময় তার উপস্থিতিতেই তার লোকজন ফলক ভেঙে চুরমার করে দেন বলছেন তিনি।

ওই এলাকার আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বকুল বলেন, এমপি সাহেব এলে তার সামনেই ওই এলাকার লোকজন তা ভেঙে দেয়।

“নিয়মানুযায়ী প্রধান অতিথির নামের পরে স্থানীয় এমপির নাম থাকার কথা কিন্তু তার নাম না দেওয়ায় আমাদের লোকজন বিক্ষুব্ধ হয়ে তা ভেঙে দেয়।” 

স্থানীয় ফিরোজ মোল্লা বলেন, “আমাদের এমপির নাম না থাকায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে এই ফলক ভাংচুর করেছে।” 

এ বিষয়ে স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবিরের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।