নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 05:58 PM
Updated : 24 Feb 2021, 05:58 PM

বুধবার সকালে উপজেলার বাহ্রা ইউনিয়নের বড় বাহ্রা পশ্চিমপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।

আহতরা হলেন, বড় বাহ্রা পশ্চিমপাড় গ্রামের মোতালেব পত্তনদার (৭০), তার স্ত্রী শাহিমা বেগম (৬০) এবং নয় মাসের গর্ভবতী ছোট পুত্রবধূ সানজিদা আক্তার (২১)।

ওসি সিরাজুল বলেন, এ ঘটনায় এখনও মামলা নেওয়া হয়নি। তবে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে।

তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে মামলা নেওয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।

আহত মোতালেব পত্তনদারের মেয়ে আফিয়া আক্তার পূর্নিমা জানান, তাদের বাড়ির পশ্চিম পাশের জমি নিয়ে প্রতিবেশী শেখ সেন্টুদের (৪৪) সাথে বিরোধ ছিল।

“বুধবার সকালে শেখ সেন্টুরা জোর করে সীমানা প্রাচীর নির্মাণ করতে আসলে আমরা বাধা দিই।” 

এতে তারা ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়ে তার বাবা, মা এবং ‘নয় মাসের গর্ভবতী’ ছোট ভাইয়ের স্ত্রীকে ‘কুপিয়ে ও পিটিয়ে’ গুরুতর আহত করে পালিয়ে যায় বলেন তিনি।

তাদের গুরুত্বর আহত অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

তবে মারধরের কথা অস্বীকার করে শেখ সেন্টু মোবাইল ফোনে বলেন, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসিত ছিল। তাই সেখানে সীমানা প্রাচীর তুলতে গিয়েছিলাম।

“আমরা তাদের মারধর করিনি। তারাই আমাদের মারধর করেছে।”